আসসালামু আলাইকুম/আদাব,
শিক্ষাই শক্তি, শিক্ষাই আলো, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য,দেশ ও জাতির কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে যুগ যুগ ধরে স্বীকৃত ও এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো আব্দুল মজিদ কলেজ। শান্তিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী আব্দুল মজিদ কলেজ অবস্থিত। কলেজটি স্থাপিত হয় ২০০০ খ্রিষ্টাব্দে। স্থাপিত হওয়ার পর থেকেই এই কলেজটি শান্তিগঞ্জ উপজেলা তথা সুনামগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। হাটি হাটি পা পা করে অত্র কলেজটি সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছেছে। এটি শান্তিগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপিঠ। ২০০০ খ্রিষ্টাব্দ থেকে অদ্যবদি পর্যন্ত অনেক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে সরকারি/বেসরকারি চাকুরী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন শিক্ষকবৃন্দ রয়েছে। আমাদের কলেজটি রাজনৈতিক মুক্ত কলেজ। শিক্ষার মান উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক মানের ওয়েব সাইট চালু করা হয়েছে। যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘরে বসেই পরীক্ষার রুটিন, ফলাফল, বিভিন্ন ধরনের নোটিশ, সিলেবাস ও ভর্তি ফরম পাবে। অভিভাবকরাও ঘরে বসে সন্তানদের পরীক্ষার ফলাফল পাবেন। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম হাজী আব্দুল মজিদ সাহেব কলেজটি প্রতিষ্ঠা করেছেন এবং অনেক বছর যাবৎ নিজ খরচে কলেজটি পরিচালনা করেছিলেন। তাঁর প্রতি আমি ও আব্দুল মজিদ কলেজ পরিবার অনেক কৃতজ্ঞ।
পরিশেষে মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে কলেজের সার্বিক উন্নয়নের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
আব্দুল মজিদ কলেজ
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।