আসসালামু আলাইকুম/আদাব,
সময়ের প্রয়োজনে এবং যুগের চাহিদা অনুযায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন এসেছে, সে লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে প্রযুক্তি সমৃদ্ধ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল মজিদ কলেজ। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, আব্দুল মজিদ কলেজ শান্তিগঞ্জ উপজেলায় সফলতার সাথে ২৫ বছর চলমান। প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজটি এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। শুধু তাই নয়, ভালো ফলাফলের পাশাপাশি দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ কলেজের শিক্ষার্থীরা সন্তোষজনক হারে ভর্তি হবার সুযোগ পাচ্ছে। এরূপ সাফল্যের পেছনে শিক্ষকগণের আন্তরিক প্রচেষ্টা, ছাত্র-ছাত্রীদের নিরলস পরিশ্রম, অভিভাবক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অব্যাহত সহযোগিতা এবং কলেজ পরিচালনা পর্ষদ’-এর সম্মানিত সদস্যবৃন্দের নিবিড় পরিদর্শন ও তত্ত্বাবধান বিশেষ ভূমিকা রেখেছে বলে আমরা মনে করি। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও এ শিক্ষা প্রতিষ্ঠানটি সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে বলে আমাদের বিশ্বাস।
পরিশেষে মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে কলেজের সার্বিক উন্নয়নের জন্য সকল মহলের আন্তরিকতা ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
সভাপতি
আব্দুল মজিদ কলেজ
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ